graph or chart লিখার নিয়ম, ১টি গ্রাফ এবং চার্ট শিখে যেকোন graph chart লিখুন।
আমরা জানি যে ssc অথবা hsc তে ইংরেজিতে 10 নাম্বারে graph অথবা chart লিখতে আসে যার মার্ক 10 ৷
কিন্তু আমরা অনেকেই তা লিখতে পারি না ৷ আর চার্ট বা গ্রাফ মুখস্ত করে রাখা সম্ভাব না।
আর তার জন্য আজ আপনাদের জন্য নিয়ে আসলাম graph বা chart লিখার জন্য auto . একটি শিখলে আপনি সব ধরনের graph or chart লিখতে পারবেন ৷
তাহলে চলুন দেখে নেই সেই graph or chart লিখার অটো সিষ্টেম !
ধাপ-১: প্রথমে ২ টি বাক্যে আমরা গ্রাফ বা চার্ট এর বিষয়ে নিচের Structure এ সংক্ষেপে লিখবঃ-
The Graph (is about/ shows) ………..(প্রশ্ন থেকে বিষয়বস্তু)……… In general, the graph shows (a gradual improvement/ a gradual decrease/ the percentage/ the number/ etc) of ………..
উপরের প্রশ্নে বলা হয়েছে, The graph below shows the results of SSC exam of ABC Secondary School from 2008 to 2012.
এখানে লাল লেখাটি হচ্ছে গ্রাফ এর বিষয়বস্তু এবং আমরা গ্রাফে দেখি যে ক্রমাগত এসএসসি পরীক্ষার্থীদের পাশের হার বৃদ্ধি পাচ্ছে। এটিকে আমরা ক্রমাগত উন্নতি বা (gradual improvement ) বলতে পারি।
ধাপ-২: এর পর আমরা গ্রাফের তথ্যগুলো নিচের ধারাবাহিক বর্ণনা করবঃ
2008 সালের কলামে আমরা দেখি পাশের হার 60% ছিল এবং 2012 সালে বৃদ্ধি পেয়ে তা 92% হল। তাই এভাবে লিখতে পারিঃ-
2008 সালের কলামে আমরা দেখি পাশের হার 60% ছিল এবং 2012 সালে বৃদ্ধি পেয়ে তা 92% হল। তাই এভাবে লিখতে পারিঃ-
It is seen from the graph that the pass rate increased from 60% in 2008 to 92 % in 2012 (in 4 years)
একইভাবে GPA 5 এর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, শুধুমাত্র 2011 ছাড়া। তাই এভাবে বর্ণনা করতে পারিঃ-
একইভাবে GPA 5 এর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, শুধুমাত্র 2011 ছাড়া। তাই এভাবে বর্ণনা করতে পারিঃ-
The graph also shows an increase of candidates who passed with a GPA 5 except in 2011
এরপর অন্যান্য বছরের পাশের হার ও GPA 5 এর হার তুলনামূলক ভাবে বর্ণনা করবে। এজন্য বিভিন্ন স্টাইল বা প্যাটার্ণ ব্যবহার করা যেতে পারেন।
ধাপ-২: সবশেষে গ্রাফের তথ্যাবলি নিয়ে একবাক্যে একটি মন্তব্য লিখতে হবে, যেমনঃ Overall, the graph illustrates that the SSC results of ABC Secondary School are improving steadily.
ব্যাচ আপনার কাজ শেষ ! এভাবেই লিখে আসবেন আশা করছি 10 ভিতর 7-8 মার্ক পাবেন ইনশাআল্লা !
No comments